ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাসিরাবাদ স্কুল মাঠে ‘পূর্বকোণ মানবিক মেলা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
নাসিরাবাদ স্কুল মাঠে ‘পূর্বকোণ মানবিক মেলা’

চট্টগ্রাম: দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘পরিবর্তনের কারিগর’-এ   অংশগ্রহণকারী   মানবিক   মেলা’ ১৯ শুরু হচ্ছে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। 

নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দেশের প্রথমবারের মত ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

উদ্ভাবনী জ্ঞান, মেধা এবং জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যারা সমাজতথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে   চলেছেন এ ধরণের  ৫০টি স্বেচ্ছাসেবী/ সামাজিক সংগঠন এতে অংশ গ্রহণ করছে।

 তাদের ৫০টি স্টল থাকবে।

মেলার কর্মসূচি: সকালে নগরের জমিয়াতুল ফালাহমোড় থেকে সকাল ৯ টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় পর্যন্ত   সাইকেল   র‌্যালি।

 এরপর   স্কুল   মাঠে   মেলা   প্রাঙ্গনে বর্ণাঢ্য   উদ্বোধনী   অনুষ্ঠান।  বিকেলে   চট্টগ্রামের পাবলিক   ও   প্রাইভেট   বিশ্ববিদ্যালয়ের   উপাচার্যগণ প্রেরণাদায়ক বক্তব্য রাখবেন।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর থেকে সহায়তাপ্রাপ্ত সুবিধাবঞ্চিত  শিশু  ও  অসহায়  মানুষদের অংশগ্রহণেমেলায়   থাকবে  আবৃত্তি,  গান,  নাচসহ  সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।