ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় উত্তর কাট্টলীর গ্রামীণ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় উত্তর কাট্টলীর গ্রামীণ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ধ্বংস করা হয় ২৪ প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ‌পি‌বিএন-৯ এর সহযো‌গিতায় এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

এ সময় আকবর শাহ থানা এলাকার সি‌টি গেটের মক্কা হো‌টেল‌কে অপ‌রিষ্কার পা‌নি ব্যবহার ও ছাপানো নিউজপ্রিন্টে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার, সেবা হো‌টেল‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ ছাড়া এসআর ট্রে‌ডিং‌কে উৎপাদন-মেয়াদবিহীন জন্মদিনের কেক বিক্রির জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ও সতর্ক করা হ‌য়ে‌ছে।

মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার বিবেচনায় আগামী দিনে এ ধরনের তদারকিমূলক অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।