ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইমামতি ছেড়ে ইয়াবা বহনকারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ইমামতি ছেড়ে ইয়াবা বহনকারী

চট্টগ্রাম: মসজিদে ইমামতি ও মাদরাসার শিক্ষকতা ছেড়ে ইয়াবা পাচারের সময় ওমর ফারুক (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওমর ফারুক ঢাকার ধামরাই থানার বেংরোয়া ওমর ফারুকের বাড়ীর আলী আমজাদ হোসেনের ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওমর ফারুক অসংলগ্ন কথার্বাতা বলে। একপর্যায়ে সে ৬ হাজার ইয়াবা থাকার কথা স্বীকার করে।

'

তিনি বলেন, 'কক্সবাজারে সাগর নামে এক ব্যক্তি ওমর ফারুককে ইয়াবাগুলো দেয়। এসব ইয়াবা ঢাকায় নিয়ে গিয়ে সৈকতের কাছে হস্তান্তরের কথা ছিল। এভাবে প্রতিবার ইয়াবা নিয়ে গেলে ১৫-১৬ হাজার টাকা পায় ওমর ফারুক। '

মোহাম্মদ মহসীন বলেন, 'এ পর্যন্ত ৬ বার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিতে ওমর ফারুক সক্ষম হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ওমর ফারুক। '

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।