ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিনদিনের ডায়াবেটিক মেলা শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
তিনদিনের ডায়াবেটিক মেলা শুরু বৃহস্পতিবার বক্তব্য দেন অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী

চট্টগ্রাম: রোগীদের সচেতনার লক্ষ্যে তিন দিনব্যাপী ডায়াবেটিক মেলা বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ৯ম বারের মতো খুলশীর হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

১৬ ফেব্রুয়ারি শেষ হবে মেলা। প্রতিদিন সকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলা উপলক্ষ্যে বুধবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এসব তথ্য জানান।

মেলায় ওষুধ, ইনসুলিন এবং খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ স্টল বরাদ্দ পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এসএম শওকত হোসেন, আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য মো. রাকিবুল ইসলাম, জয়শান্ত বিকাশ বড়ুয়া, চন্দন কুমার তালুকদার, মো. হাসান মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।