ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হৃদরোগ বিভাগে হেল্পডেস্ক চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
হৃদরোগ বিভাগে হেল্পডেস্ক চালু হেল্প ডেস্ক সেবার উদ্বোধন করেন মেয়র আজম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: রোগী ও তাদের স্বজনদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে হেল্পডেস্ক চালু করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

হাসপাতালের রোগীকল্যাণ সমিতির উদ্যোগে রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সহায়তায় এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

উদ্বোধনকালে মেয়র বলেন, অসহায়দের জন্য হেল্প ডেস্ক খুব জরুরি। রোগীর বন্ধু হিসেবে রোগীকল্যাণ সমিতির উদ্যোগটি ব্যতিক্রমধর্মী ও যুগান্তকারী।

আশা করি এখান থেকে রোগী ও স্বজনেরা উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চমেক অধ্যক্ষ প্রফেসর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হৃদরোগ বিভাগের প্রধান প্রবীর কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, তানজিনা আফরিন, রোগীকল্যাণ সমিতির ডা. তৈয়ব সিকদার, হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।