ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বইমেলায় ‘সাহিত্য সম্মেলন’ ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
বইমেলায় ‘সাহিত্য সম্মেলন’ ২২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম: ভাষা আন্দোলনের অন্যতম প্রাপ্তি একুশের বইমেলা। বইমেলার অন্যতম অনুষঙ্গ সাহিত্য সম্মেলন। বইমেলা আমাদের সংস্কৃতির অন্যতম ইতিবাচক দিক। এ মেলার অন্তর্নিহিত চেতনা জাগ্রত থাকে একুশের চেতনাকে কেন্দ্র করে। যে চেতনায় উজ্জিবীত হয়ে আমরা অসাম্প্রদায়িক, মানবিক চেতনায় সমৃদ্ধ হই।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) চসিক ভবনে চট্টগ্রাম বইমেলায় ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘সাহিত্য সম্মেলন’ এর প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

কলম সাহিত্য সংসদ লন্ডনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শওকত বাঙালির সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন প্রফেসর ড. নজরুল ইসলাম হাবিবী।

আলোচনায় অংশ নেন অমর একুশে বইমেলা পরিষদের আহ্বায়ক ও চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও মেলা পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ নিপু, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।