ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাইডেলবার্গে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে ইডিইউ টিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
হাইডেলবার্গে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে ইডিইউ টিম হাইডেলবার্গে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে ইডিইউ টিম

চট্টগ্রাম: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এসিএইচআরএম) কোর্স।

এই কোর্সের অংশ হিসেবে সম্প্রতি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যান নগরের সিমেন্ট ক্রসিং এলাকার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের কারখানা ও কার্যালয়ে।

এ সময় শিক্ষার্থীরা হাইডেলবার্গ সিমেন্টের মানবসম্পদ বিভাগসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

শিক্ষার্থীদেরকে কর্মকৌশল সম্পর্কে ব্রিফিং দেন প্রতিষ্ঠানটির কান্ট্রি এইচএস ম্যানেজার ও মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর এবং এক্সিকিউটিভ মুহিউদ্দীন কাউছার।

পুরো কার্যক্রমের সমন্বয় করেন ইডিইউর সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad