ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেল পুলিশের সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেল পুলিশের সহায়তা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন তুলে দেন পংকজ বড়ুয়া।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মাস্টার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে ঢেউটিন ও চাল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ৭৭ নম্বর বিটের উদ্যোগে এসব সহয়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) পংকজ বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ, সেকেন্ড অফিসার কায়সার হামিদ, উপ-পরিদর্শক ও বিট অফিসার অর্ণব বড়ুয়া, ৭৭ নম্বর বিট কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আবসার ও সাধারণ সম্পাদক এমএ হাসেম আফগানী।

প্রতি পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন ও এক বস্তা করে চাউল প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।