ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসের আগুনে ২ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
গ্যাসের আগুনে ২ শ্রমিক দগ্ধ গ্যাসের আগুনে ২ শ্রমিক দগ্ধ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় আজগর আলী বাসায় এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়।

দগ্ধরা হলেন চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকার বশির টেন্ডলের বাড়ির নুরুল আলমের ছেলে মো. আইমান (১৮) ও একই এলাকার সেকান্দর মিয়ার ছেলে মো. সাজ্জাদ (২৪)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আহতদের দুপুর একটার দিকে হাসপাতালে আনা হয়। তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর চান্দগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বলেন, দগ্ধ দুজন ওই বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় লাইন থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। সেই আগুনে তারা দগ্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।