ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বইমেলায় ‘বিশেষ সাহিত্য সম্মেলন’ ২২ ফেব্রুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বইমেলায় ‘বিশেষ সাহিত্য সম্মেলন’ ২২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম: অমর একুশে বইমেলার মঞ্চে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কলম সাহিত্য সংসদ লন্ডনের উদ্যোগে ‘বিশেষ সাহিত্য সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

কলম সাহিত্য সংসদ লন্ডন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি লেখক সাংবাদিক শওকত বাঙালি বাংলানিউজকে বলেন, বইমেলাকে সমৃদ্ধ করবে কলম আয়োজিত বিশেষ সাহিত্য সম্মেলন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় যৌথভাবে সম্মেলনের উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত ও ড. মাহবুবুল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। সম্মেলনে ১০ জনকে বিশেষ কলম সম্মাননা দেওয়া হবে।

আয়োজনে একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং বাচিকশিল্পী ভারতের ডালিয়া বসু সাহার একক আবৃত্তিও থাকবে।

এ ছাড়া এ আয়োজনে গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, প্রফেসর ড. নজরুল ইসলাম হাবিবী, কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।