ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
আইনজীবীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান আইনজীবী সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: আইনজীবী সমিতির নির্বাচনে ‘অভ্যন্তরীণ দেয়াল’ তৈরি করায় সন্তোষজনক বিজয় আসেনি মন্তব্য করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেয়াল থাকলে ভবিষ্যতে পরিপূর্ণ প্যানেলের বিজয় প্রত্যাশা করা যায় না।

সোমবার (১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নব নির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানোর সময় মেয়র এসব কথা বলেন।

>> চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতৃত্বে বদরুল-আইয়ুব

তিনি বলেন, এ প্রজন্মের আইনজীবীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে এক ও অভিন্ন হয়ে সামনের দিকে এগিয়ে গেলে অপশক্তির দেয়াল ভেঙে বিজয় ছিনিয়ে আনা সম্ভব।

নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আইয়ুব খান, আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী, মুজিবুল হক, নাজমুল আহসান খান আলমগীর, ফখরুদ্দিন চৌধুরী, অশোক দাশ, মেজবাহ উদ্দিন আহমদ, আবুল হাসেম, এমএ নাছের চৌধুরী, চন্দন বিশ্বাস, চন্দন তালুকদার, ইয়াছিন খোকন, আবু হানিফ, কামরুন নাহার, তাসলিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।