ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭ হাজার শিক্ষার্থী বিনাবেতনে পড়ছে চসিকের স্কুলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
৭ হাজার শিক্ষার্থী বিনাবেতনে পড়ছে চসিকের স্কুলে পাথরঘাটা সিটি করপোরেশন মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ হাজার শিক্ষার্থীকে বিনাবেতনে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, বর্তমান সরকারের ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের সৃজনশীল, সৃষ্টিশীল, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই চসিকের উদ্দেশ্য। নগরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে মাত্র ৯টি।

এখানে ভর্তি হতে না পারলে একজন শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এগিয়ে এসেছে চসিক।
৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। যেখানে ৬০ হাজার শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাচ্ছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) পাথরঘাটা সিটি করপোরেশন মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৫ তলা ভবনটি নির্মিত হয়। ৩৩শ’ বর্গফুটের একাডেমিক ভবনপি নির্মাণে ব্যয় হয় ৩ কোটি ২০ লাখ টাকা। এতে সমৃদ্ধ আইসিটি সুবিধাসহ ক্লাসরুম, স্বতন্ত্র ফিজিক্স, ক্যামিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, মাল্টিপারপাস হল রুম, গালর্স কমন রুম, মেডিকেল রুম, মিটিং রুম, শিক্ষক রুম, টিচার্স কমন রুম, অ্যাডমিশন ও অ্যাকাউন্ট সেকশন, ক্যান্টিন ও বাথরুম ব্লক রয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুনন্নেছা দোভাষ বেবী, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চসিকের সাবেক কমিশনার মো. জালাল উদ্দিন ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য ফজলে আজিজ বাবুল। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফরহাদুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।