ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আরও তিন স্থায়ী কমিটির সভাপতি মনোনীত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আরও তিন স্থায়ী কমিটির সভাপতি মনোনীত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম ও ডা. আফছারুল আমিন।

চট্টগ্রাম: জাতীয় সংসদে গঠিত ৩টি স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রামের তিনজন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) গঠিত স্থায়ী কমিটিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

এছাড়া মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংসদ সদস্য ডা. আফছারুল আমিনকে।

গতবারও তিনি এ মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন।

জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।