ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় অটোরিকশা চালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ফেব্রুয়ারি ৮, ২০১৯
লোহাগাড়ায় অটোরিকশা চালক খুন নিহত আবদুল মোনাফ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদীঘি এলাকা থেকে মো. আবদুল মোনাফ (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঠাকুরদীঘি পদ্মবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আবদুল মোনাফ পদুয়া ধলিরবিলা এলাকার ফজলু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরনবী বাংলানিউজকে বলেন, ‘সিএনজি অটোরিকশা চালক আবদুল মোনাফকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় কোপের আঘাত রয়েছে।

গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। ’

মো. নুরনবী বলেন, ‘রাতে বা ভোরে কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ’

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।