ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে আগুনে পুড়লো ১৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
মিরসরাইয়ে আগুনে পুড়লো ১৩ দোকান মিরসরাইয়ের কলেজ বাজার সড়কে কাঁচাবাজারে আগুন। ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের কলেজ বাজার সড়কে কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়েছে ওষুধের দোকান, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রি দোকানের মালামাল।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Fire-2-BG20190208095907.jpg" style="margin:1px; width:100%" />বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম বাংলানিউজকে বলেন, ‘১২টা ২৫ মিনিটের দিকে কলেজ বাজার সড়কে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানতে পেরেছি। ’

তিনি বলেন, মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯, আপডেট সময়: ০৮২৫ ঘণ্টা
এসএইচডি/আরএ/এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।