ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে আইআইইউএমের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ইডিইউতে আইআইইউএমের প্রতিনিধি দল ইডিইউর উপাচার্য ও ভাইস চেয়ারম্যানের সাথে আইআইইউএমের প্রতিনিধি দল।

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাথে সম্পর্ক আরো গতিশীল ও সুদৃঢ় করতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) আন্তরিক। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় মালয়েশিয়ায় যাওয়া শিক্ষার্থীরা সেখানে ইডিইউর মুখ উজ্জ্বল করছে।

আইআইইউএমের বিভিন্ন বিভাগের প্রধান ও ডিনের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের একটি দল ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বুধবার (৬ ফেব্রুয়ারি)।

আইআইইউএমের আমন্ত্রণে ২০১৬ সালে তাদের ক্যাম্পাস পরিদর্শনে যায় ইডিইউর ১০ সদস্যের প্রতিনিধি দল।

তারই ফলশ্রুতিতে আইআইইউএমের প্রতিনিধিদের এবারের আগমন।

আইআইইউএমের সাথে বর্তমানে যে কার্যক্রমগুলো চলমান, এর বাইরেও নতুন কার্যক্রম গ্রহণের ব্যাপারে প্রস্তাব রাখেন সাঈদ আল নোমান।

এর প্রেক্ষিতে চট্টগ্রামে মেডিসিন বিভাগ চালুর বিষয়ে আগ্রহ দেখায় এবং আইআইইউএমের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিরা।

এ সময় সাঈদ আল নোমান বলেন, আইআইইউএমের মেডিসিন বিভাগের খ্যাতি বিশ্বজোড়া। বাংলাদেশে বিশ্বমানের মেডিসিন বিভাগ চালু করতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তাদের সক্ষমতা ব্যবহারে ইচ্ছুক।

পরে ইডিইউর দুজন ফ্যাকাল্টি মেম্বারের চলমান পিএইচডি গবেষণা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে অতিথিদের ইডিইউ ক্যাম্পাস ঘুরে দেখান ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন-আইআইইউএমের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর প্রফেসর দাঁতো ড. আরিফ বিন ওসমান, স্কুল অব মেডিসিনের ডিন প্রফেসর আজমী নূর, ইন্টারন্যাশনালাইজেশন ও গ্লোবাল নেটওয়ার্কের প্রফেসর প্রধান ড. এস এম আবদুল কুদ্দুস, প্রফেসর জামালুদ্দিন বিন আবদুর রহমান, প্রফেসর ড. নাসের মোহাম্মদ আমজাদ এবং সহযোগী অধ্যাপক আহমাদ মারজুকি বিন ওমর।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সামস-উদ-দোহা, ডিরেক্টর জেনারেল সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, স্কুল অব লিবারেল আর্টসের ডিন শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, অ্যাক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর এটিএম মাহমুদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।