ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭ কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
৭ কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ৭টি কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান।

অভিযানের দায়িত্বে থাকা র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় কোতোয়ালী এলাকার স্টাডি পয়েন্ট, প্রমীলা টিচিং হোম, রাসেল'স স্পেশাল কেয়ার, আন্না কেয়ার, বেসিক পয়েন্ট এবং হালিশহর এলাকার এডুকেশন সেন্টার ও আমাদের পাঠশালা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

এসব কোচিং সেন্টারকে সিলগালা ও আর্থিক জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।