ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফজখানায় পড়ানো ছেড়ে ইয়াবা পরিবহনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
হেফজখানায় পড়ানো ছেড়ে ইয়াবা পরিবহনে ইয়াবাসহ গ্রেফতার আব্দুল মান্নান

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী মোড় থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩৫) নামে এক কোরআনে হাফেজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ।

গ্রেফতার আব্দুল মান্নান নরসিংদী জেলার সদর উপজেলার মোল্লাবাড়ি এলাকার অহিদ আলীর ছেলে।

তিনি নরসিংদী একটি হেফজখানার শিক্ষক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা পরিবহনের কাজে জড়ানোর পর হেফজখানায় পড়ানো ছেড়ে দিয়েছেন আব্দুল মান্নান।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আব্দুল মান্নান কোরআনে হাফেজ। নরসিংদী থেকে বাসে করে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌঁছেন তিনি। ১ ঘণ্টার মধ্যে আবদুল অহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন। ইয়াবাগুলো তিনি ঢাকায় আব্দুল্লাহ নামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। ’

মনিরুল ইসলাম বলেন, ‘ইয়াবাগুলো পৌঁছে দিলে প্রতি হাজারে আব্দুল মান্নান ৪ হাজার টাকা করে পেতেন বলে পুলিশকে জানিয়েছেন। ’

অভাব-অনটন থেকে ইয়াবা পরিবহনের কাজে জড়ান বলে পুলিশের কাছে দাবি আব্দুল মান্নানের।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।