ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিনামূল্যে ১৪৫ নারীর স্তন ক্যান্সার পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বিনামূল্যে ১৪৫ নারীর স্তন ক্যান্সার পরীক্ষা বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম: বিশ্ব ক্যান্সার দিবসে বিনামূল্যে ১৪৫ নারীর স্তন পরীক্ষা (স্কিনিং) করা হয়েছে। এতে ২২ নারীর সমস্যা ধরা পড়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে সোমবার (৪ ফেব্রুয়ারি) পটিয়াতে এ স্কিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সমন্বয়ক ও চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের আবাসিক সার্জন ডা. আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, স্কিনিংয়ে যাদের সমস্যা ধরা পড়েছে, তাদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

‘স্কিনিং করতে আসা অনেক নারী সমস্যায় ভুগলেও লুকিয়েছে। লজ্জার কারণে চিকিৎসকের শরণাপন্ন হননি।

দিবসটি উপলক্ষে রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে আলোচনা সভায় ও শোভাযাত্রা বের করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল, চমেক হাসপাতাল হেমাটোলজি বিভাগের প্রধান ডা. গোলাম রাব্বানী, রেডিওথেরাপির বিভাগের প্রধান ডা. সাজ্জাদ মো. ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।