ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে ডুবেছে ফিশিং ট্রলার, নিখোঁজ ১৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
সাগরে ডুবেছে ফিশিং ট্রলার, নিখোঁজ ১৪

চট্টগ্রাম: সেন্ট মার্টিন থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সাগরে ‘এফভি শাহ বদর-২’ নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ আছেন ১৪ মাঝিমাল্লা।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে সাগরে আকস্মিক ঝড় ওঠে।

এ সময় ট্রলারটি ডুবে যায়। ২০ জন মাঝিমাল্লার মধ্যে এ পর্যন্ত ৫ জনকে জীবিত, একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বাকি ১৪ জন নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।