ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশকে মাদক নির্মূলে ভূমিকা রাখার আহ্বান দিদারুলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
পুলিশকে মাদক নির্মূলে ভূমিকা রাখার আহ্বান দিদারুলের পুলিশকে মাদক নিমূলে ভূমিকা রাখার আহ্বান দিদালের

চট্টগ্রাম: মাদক নির্মূলে পুলিশকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য দিদারুল আলম দিদার। সম্প্রতি সীতাকুণ্ড থানার ‘ওপেন হাউস ডে’-তে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

দিদারুল আলম দিদার বলেন, বন্দর নগরীর চট্টগ্রামের ইতিহাস ও ব্যবসায়ীক গুরুত্ব হিসেবে সীতাকুণ্ড  ভূমিকা রেখে চলছে। দেশের উন্নয়ন ধারাবাহিক রাখতে হলে সীতাকুণ্ডের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

এই মাদক নির্মূলে আমি সবসময় প্রসাশনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে অনুরোধ করবো।

তিনি বলেন, মাদকের সাথে যেই যুক্ত থাকবে তাকে যেন ছাড় দেয়া না হয়।

মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাহ করতে হবে।

উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, ২ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন, ৪ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, ৬ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক চৌধুরী, সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন, সীতাকুণ্ড থানার তদন্ত কর্মকর্তা আফজার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়:২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।