ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইন্ডিপেনডেন্ট ভার্সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইন্ডিপেনডেন্ট ভার্সিটি দৃষ্টি-চট্টগ্রাম এর ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে অতিথিরা।

চট্টগ্রাম: শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে বিতর্ক সংগঠন দৃষ্টি-চট্টগ্রাম এর আয়োজনে ও ফ্লেমিংগো টুরস্ অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ১৬টি স্কুল অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতার বিষয় ছিল: ‘৫০ বছর বয়সী ব্যক্তিদের মস্তিষ্ক সংরক্ষণ করার সুযোগ দেওয়া উচিত’।

এ বিষয় নিয়ে তর্কযুদ্ধ শেষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় রানার আপ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।
 

সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিতুল আলম।

দৃষ্টি’র সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, ফ্লেমিংগো টুরস্ অ্যান্ড ট্র্যাভেলস এর মহাব্যবস্থাপক সাইমন মাহমুদ সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি শহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া নুপুর, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সহ সম্পাদক অর্নিবান বড়ুয়া, অনুষ্ঠান সম্বয়কারী রিদোয়ান আলম আদনান ও সহ সমন্বয়কারী ফয়সাল রহমান।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহিতুল আলম বলেন, বিজ্ঞানের যুগে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।

শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান বলেন, আমরা প্রত্যেকেই বিতার্কিক। প্রতিনিয়ত আমরা নিজেদের মধ্যে বিতর্ক করতে থাকি। আমাদের দরকার শুধুমাত্র একটু চিন্তাশক্তির প্রসার বাড়ানো।

চবি শিক্ষক ড. আদনান মান্নান বলেন, জীবন অনেক সুন্দর। জীবনের ব্যর্থতাগুলোকে মেনে নিতে শিখায় বিতর্ক। বিতর্ক আরো শিক্ষা দেয় কিভাবে প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়।

ফ্লেমিংগো টুরস্ অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর মহাব্যবস্থাপক সাইমন মাহমুদ সিদ্দিকী বলেন, চট্টগ্রামে বিতর্ক চর্চা দিন দিন এগিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্য দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, চট্টগ্রামের ইংরেজি বিতর্ক চর্চাকে এগিয়ে নিতে এই আয়োজন বিতার্কিকদের ইংরেজি বিতর্কের প্রতি আগ্রহী করে তুলবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।