ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের অভিযান কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় কর্ণফুলীর চরলাক্ষ্যা এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

মো. আলী হাসান বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার।

কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে মো. সোহেল (২৭) নামের এক ব্যক্তি নলেজ পার্ক টিচিং পয়েন্ট নামের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাকে অর্থদণ্ড করা হয়।

একইসঙ্গে সরকার নির্দেশিত সময়ে কোচিং চালু না রাখার মুচলেকা নেওয়া হয়।

অভিযানে র‌্যাবের এএসপি কাজী তারেক অজিজসহ র‌্যাব সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।