ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভা প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা 

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভায় আগামি জুন মাসে কনভোকেশন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জিইসি মোড় এলাকার ইউনিভার্সিটি ভবনে আয়োজিত সভায় এ পরিকল্পনা নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ।

সভায় ইউনিভার্সিটির উন্নয়ন ও বিভিন্ন ভবন নির্মাণের বিষয়েও আলোচনা করা হয় বলে জানান সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন, রিমান্ড আরেং, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বোরহানুল হাসান চৌধুরী, অরুণ দাশগুপ্ত, সাবিহা মুসা ও রেজিস্ট্রার মো. খুরশিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।