ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেকলে বাঁধা যুবক, গোঙানির শব্দে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
শেকলে বাঁধা যুবক, গোঙানির শব্দে উদ্ধার উদ্ধার হওয়া কালাচাঁদ দাশ

চট্টগ্রাম: পাওনা টাকা আদায়ের জন্য কালাচাঁদ দাশ (৩৪) নামে এক যুবককে শেকল দিয়ে বেঁধে আটকে রেখে নির্যাতন করছিল একদল লোক। টহল ডিউটিকালে কালাচাঁদের গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ফিরিঙ্গিবাজার লইট্টাঘাটায় মালেক কোম্পানির অফিস থেকে কালাচাঁদ দাশকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে ।

কালাচাঁদ দাশ বাঁশখালী উপজেলার বাণীগ্রাম হংসপাড়া এলাকার বিধুভূষণ দাশের ছেলে।

তিনি পেশায় পরিবহন শ্রমিক।

কালাচাঁদ দাশকে নির্যাতনকারী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগতি চরআলগী এলাকার ছাবেদুল হকের ছেলে মাইন উদ্দিন (৫৭) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার আবদুল মোমিনের ছেলে মো. রফিক আহমদ (৫৫)।

কালাচাঁদ দাশকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাইন উদ্দিন ও রফিক আহমদকোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘পাওনা টাকা আদায়ের জন্য কালাচাঁদ দাশকে ডেকে এনে শেকল দিয়ে বেঁধে রাখে মাইন উদ্দিন ও রফিক আহমদ। তাকে মারধর করা হয়। টহল ডিউটিকালে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ কালাচাঁদ দাশকে উদ্ধার করে। ’

তিনি বলেন, ‘মাইন উদ্দিন ও রফিক আহমদকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কালাচাঁদ দাশ। ’

মোহাম্মদ মহসীন বলেন, ‘কালাচাঁদ দাশ কাজ করার সুবাদে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা পাওনা ছিলেন মাইন উদ্দিন ও রফিক আহমদ। আর্থিক দুরবস্থার কারণে সেই টাকা পরিশোধে দেরী হচ্ছিল তার। পাওনা টাকা পরিশোধে সময় চেয়েছিল কালাচাঁদ, কিন্তু তাকে সময় না দিয়ে ধরে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাইন উদ্দিন ও রফিক আহমদ। ’

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।