ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪ হাজার কেজি জাটকা জব্দ সীতাকুণ্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
৪ হাজার কেজি জাটকা জব্দ সীতাকুণ্ডে ৪ হাজার কেজি জাটকা জব্দ সীতাকুণ্ডে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বার আউলিয়া থানা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

মিল্টন রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দ জাটকাগুলো সীতাকুণ্ডের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অবৈধ পণ্য পরিবহনের দায়ে ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।