ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে এ নিদের্শনা অমান্য করে চট্টগ্রামে চালু থাকা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরের চকবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সরকারি আদেশ অমান্য করে চকবাজার এলাকার এফএম ইনস্টিটিউট ও অদম্য কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালু রাখে।

অভিযান চালিয়ে তাৎক্ষণিক কোচিং সেন্টার দুটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, সরকারি আদেশ অমান্য করার অপরাধে কোচিং সেন্টার দুটিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং খোলা না রাখার মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।