ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক চাপায় নিহত সোমার পরিবারকে সিএমপির সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ট্রাক চাপায় নিহত সোমার পরিবারকে সিএমপির সহায়তা নিহত সোমা বড়ুয়ার পরিবারকে অনুদান দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী মোড়ে ট্রাক চাপায় নিহত কলেজছাত্রী সোমা বড়ুয়ার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার বড়ুয়া পাড়ায় নিহত সোমার বাড়িতে তার বাবা রুপাউয় বড়ুয়া ও মা কুমকুম বড়ুয়ার হাতে ১ লাখ টাকার অনুদান তুলে দেন সিএমপি কমিশনার।

সোমার পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড়, খাবার সামগ্রী দেওয়া হয়।

সোমার পরিবারের খোঁজ-খবর নেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

গত ২২ জানুয়ারি সকালে কোতোয়ালী মোড়ে ট্রাক চাপায় নিহত হন সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সোমা বড়ুয়া।

এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই আবুল কালামের পরিবারকে অনুদান দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানএদিকে বুধবার সিএমপি কমিশনারের কার্যালয়ে কর্মরত অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশের উপ-পরিদর্শক আবুল কালামের স্ত্রী ও সন্তানের হাতে সিএমপির কল্যাণ তহবিল হতে ৬ লাখ ১৩ হাজার ২২৬ টাকার অনুদান তুলে দেন সিএমপি কমিশনার।

এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম ও উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।