ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

ন্যাক্কারজনক এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি সংগঠনটি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল বলেন, 'মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সংবাদ সংগ্রহের সময় মঙ্গলবার সকালে সাংবাদিক সোহেল রানার ওপর ন্যাক্কারজনক হামলা চালায় হাসপাতালটির ওয়ার্ডবয় মো. রাসেল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও নির্যাতনের বিষয়টি স্পষ্ট হয়েছে।

সকালে হামলা চালালেও রাত পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। '

এ সময় হামলাকারী ও হামলার ইন্ধনদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমিতির নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুমিন মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জয় দাশ, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক জোবায়ের চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ রাকীব।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad