ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পাগলা মহিষের কাণ্ড!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
চবিতে পাগলা মহিষের কাণ্ড!

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটোছুটি করা পাগলা মহিষের কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে পুরো ক্যাম্পাসজুড়ে।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে মহিষটি ক্যাম্পাসে দিগ্বিদিক দৌড়াতে থাকে । তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের শিক্ষার্থী রাকিব উল্লাহ বাংলানিউজকে বলেন,  জিরো পয়েন্ট হয়ে দ্রুত ছুটে যেতে দেখা যায় মহিষটিকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা এসে ধরতে চাইলেও ব্যর্থ হয়।

পরে মহিষটিকে পাহাড়ে উঠে যেতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, পাগলা মহিষটি কাটা পাহাড়ে ওঠার পর নিরাপত্তারক্ষীরা সেটিকে খুঁজছে। মহিষটি আটক করার চেষ্টা চলছে। তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা চাওয়া হবে।

বাংলাদেশ সময়:১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।