ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণার অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণার অভিযোগে যুবক আটক আটক মো. জাহিদুল ইসলাম

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২৮ জানুয়ারি) ভোরে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

মো. জাহিদুল ইসলাম বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. ইসহাকের ছেলে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন আপত্তিকর পোস্ট দেওয়া ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাঁশখালীর শেখেরখীল এলাকা থেকে জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।