ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আধুনিক নগর গড়তে স্যুয়ারেজ লাগবে: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আধুনিক নগর গড়তে স্যুয়ারেজ লাগবে: মেয়র বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: আধুনিক নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে স্যুয়ারেজ ব্যবস্থা থাকতে হবে। নয়তো বাইরের রাষ্ট্রগুলোর কাছে এ নগর বিশ্বমানের বলে গণ্য হবে না।

রোববার (২৭ জানুয়ারি) সকালে ওয়াসার কনফারেন্স রুমে সংবর্ধনা সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

সমবায় পুরস্কারে ভূষিত হওয়ায় আ জ ম নাছির উদ্দীন ও ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যাওয়ার্ড পাওয়ায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহকে এ সংবর্ধনা দেয় ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় ওয়াসা একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। ধারাবাহিকভাবে স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করবে ওয়াসা।

ইতোমধ্যে ৩ হাজার ৮শত কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে।

এসময় ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহ নগরবাসীর কাছে ২৪ ঘণ্টা নিরাপদ পানি সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করেন।

একেএম ফজলুল্লাহ বলেন, ৯৫ শতাংশ গ্রাহক ওয়াসার সরবরাহকৃত সংযোগ লাইন থেকে পানি পাচ্ছেন। শুধুমাত্র ৫ শতাংশ গ্রাহক পাহাড়ি এলাকায় বসবাস করাতে পর্যাপ্ত পানি পাচ্ছেন না।

‘বর্তমানে ওয়াসার পানির উৎপাদন ৩৫ কোটি লিটার। কিছু দিনের মধ্যে যা ৫০ কোটি লিটার উন্নীত হবে। ’

সভায় বক্তব্য দেন ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সভাপতি এনায়তুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, কোষাধ্যক্ষ মো. কবির, দফতর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মাহবুর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।