ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদায় বেলায় ভালোবাসার জয়গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বিদায় বেলায় ভালোবাসার জয়গান পোস্ট গ্র্যাজুয়েট বাফেট ডিনার প্রোগ্রামে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা

চট্টগ্রাম: কংক্রিটের দেওয়ালে সাঁটানো ছোট্ট একটি দেয়ালিকা। তাতে লাল, নীল, সবুজ রঙের কালিতে প্রিয় বিভাগকে নিয়ে অনুভূতি লিখে চলেছেন ‘সাবেক’ শিক্ষার্থীরা। কারও অনুভূতিতে প্রকাশ পেয়েছে বিভাগের প্রতি ভালোবাসার জয়গান। কেউ লিখেছেন জীবনের প্রতিটি ক্ষণে বিভাগকে মিস করার কথা।

সম্প্রতি নগরের অভিজাত হোটেল হান্ডি ইন্ডিয়ান বিস্ত্রোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১০ম ব্যাচের উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট বাফেট ডিনার প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে ব্যতিক্রমি এ দেয়ালিকায় বিভাগকে নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানান ১০ম ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় আন্তর্জাতিক সম্পর্ক এখন জনপ্রিয় বিষয়। ২০০৪ সালে যাত্রা করা চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এখন এ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ইতোমধ্যে ৯টি ব্যাচ তাদের উচ্চ শিক্ষা জীবনের সমাপ্তি টেনে এ বিভাগ থেকে বিদায় নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ১০ম ব্যাচের বিদায়ের পালা।

পোস্ট গ্র্যাজুয়েট বাফেট ডিনার প্রোগ্রামে অংশ নেন শিক্ষার্থীরাতিনি বলেন, শিক্ষার্থীদের আমরা সন্তানের মতো ভালোবাসি। দীর্ঘদিন অ্যাকাডেমিক সম্পর্ক বিদ্যমান থাকায় সবার প্রতিই আমাদের মায়া বাড়তে থাকে। তবুও বিদায় দিতে হয়। এটাই চিরায়িত নিয়ম। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইতিহাসে ১০ম ব্যাচ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের হাত ধরে চালু হওয়া নতুন এই ট্রেন্ড পরবর্তী ব্যাচগুলোর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিভাগের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নিয়াজ মোরশেদ রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগকে নিয়ে তাদের অনুভূতির কথা তুলে ধরেন। স্মৃতিকথায় মেতে উঠেন। এ সময় অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে।

দশম ব্যাচের শিক্ষার্থী সামি আল হোসেন বলেন, বিদায় বেলায় কিছু বলার নেই। পুরনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। সবার প্রতি শুভকামনা। কর্মক্ষেত্রে সবার সাফলতা কামনা করছি।

লায়লা মাহজাবিন টুকটুক বলেন, পরিবারের বাইরে এসে আরেকটি পরিবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। বিভাগের শিক্ষক, সিনিয়র, সহপাঠী, জুনিয়র সবার সঙ্গে কাটানো অসাধারণ মুহুর্তগুলো ভীষণ মিস করবো। সবার প্রতি সীমাহীন ভালোবাসা।

আবু শোয়াইব লিমন বলেন, এই বিভাগে কাটানো ৫টি বছর আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। বিভাগ আমাকে অনেক কিছু দিয়েছে। এখন অর্জিত জ্ঞান ও পরিশ্রম দিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই। সেশনজটহীন শিক্ষা জীবন উপহার দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।