ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হুজুরের পেটে ২ হাজার ইয়াবা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
হুজুরের পেটে ২ হাজার ইয়াবা! গ্রেফতার মো. এনায়েত উল্লাহ

চট্টগ্রাম: কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পু্লিশ।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফের চৌধুরীপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. এনায়েত উল্লাহ (৪০) ও মিস্ত্রীপাড়া এলাকার মো. সুমনের স্ত্রী সোনিয়া আক্তার (২৪)।

এনায়েত উল্লাহ একটি মাদ্রসার খণ্ডকালীন শিক্ষক ও মসজিদের ইমাম বলে জানিয়েছে পু্লিশ।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ। এনায়েত উল্লাহ পেটের ভেতর ও সোনিয়া আক্তার ব্যাগে লুকিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে জানান তিনি।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, 'পুলিশের চোখ ফাঁকি দিতে মইজ্যারটেক মোড়ে গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে করে নগরে প্রবেশ করতে চেষ্টা করছিলেন এনায়েত উল্লাহ ও সোনিয়া আক্তার। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পেটের ভেতর ইয়াবা থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন এনায়েত উল্লাহ। '

তিনি বলেন, 'এনায়েত উল্লাহ তার পেট থেকে ২ হাজার পিস ইয়াবা বের করে দেন। সোনিয়ার ব্যাগ তল্লাশী করে আরও ২ হাজার ইয়াবা পাওয়া যায়। '

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।