ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৭শ’ টন গম নিয়ে ডুবলো জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
১৭শ’ টন গম নিয়ে ডুবলো জাহাজ

চট্টগ্রাম: বন্দরের বহির্নোঙ্গরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ১ হাজার ৭০০ টন গম নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি জাহাজ ডুবে গেছে। গমবোঝাই জাহাজটি ছিল বসুন্ধরা গ্রুপের ভাড়া করা জাহাজ। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভাসানচর এলাকায় জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম বাংলানিউজকে জাহাজডুবির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাসানচরের ১ নম্বর বয়া থেকে ১ নটিক্যাল মাইল পূর্ব দিকে ডুবে যায় ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে লাইটার জাহাজটি। পানি কম থাকায় জাহাজটি প্রথমে চরে আটকে যায়।

পরে পানি বাড়লে তলা ফুটো হয়ে সেটি ডুবে যায়।

তিনি জানান, ওই জাহাজের ১৩ জন নাবিকের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ১ জন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে। চাঁদপুর থেকে বিআইডব্লিউটিএর একটি জাহাজ রওনা দিয়েছে দুর্ঘটনার স্থানটি মার্কিং করে দেওয়ার জন্য।   

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।