ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসি পাসের হাসি ২৩ শিক্ষার্থীর মুখে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেএসসি পাসের হাসি ২৩ শিক্ষার্থীর মুখে

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে নতুন করে জেএসসি পাস করেছে ২৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, ২৪ ডিসেম্বর প্রকাশিত জেএসসির ফল চ্যালেঞ্জ করে ১১ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী ফল পুন:নিরীক্ষণের আবেদন করে।

তাদের আবেদনের প্রেক্ষিতে ১৬ হাজার ৪টি উত্তরপত্র পুন:নিরীক্ষণ করা হয়।

তিনি বলেন, পুন:নিরীক্ষণে ২৯৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী। গ্রেড বেড়েছে ১৬৪ জন শিক্ষার্থীর। ফেল থেকে পাস করেছে ২৩ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।