ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর সঙ্গে চুয়েট উপাচার্যের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে চুয়েট উপাচার্যের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে চুয়েট উপাচার্যের সাক্ষাৎ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সম্প্রতি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চুয়েট পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়েটের অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।  চুয়েট উপাচার্য প্রধানমন্ত্রীর কাছে চুয়েটের শিক্ষা ও গবেষণার সাম্প্রতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অচিরেই একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।