ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা  আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে অতিথিরা।

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের গল্প শুনে আবেগাপ্লুত হয়েছেন শিক্ষার্থীরা। আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সমাবেশে যোগ দিয়ে তারা নতুন করে জানতে পেরেছেন স্বাধীন বাঙলার ইতিহাস।

মঙলবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ‘মুক্তিযুদ্ধের গল্প শোন: তারুণ্যের ভাবনা ও অঙ্গীকার’ শীর্ষক সমাবেশে বক্তব্য দেন উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিএসবি) শাকিলা সোলতানা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মো. আশিকুর রহমান, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।

আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মন্ত্রমুগ্ধ হয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনার পর তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।