ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর তথ্য চাওয়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর তথ্য চাওয়া হয়েছে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: উজ্জ্বর ধর

চট্টগ্রাম: শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাছে জরুরি ভিত্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ মতবিনিময় সভা আয়োজন করে।

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন তার বক্তব্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা ও ভবন সংকটের কথা উল্লেখ করে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ডা. দীপু মনি বলেন, ‘ইতোমধ্যে সারাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর অবকাঠামোর বর্তমান অবস্থা, কোথায় অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। ’

মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে শিক্ষাখাতে অনেক উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাত নিয়ে আন্তরিক। গত ১০ বছরে শিক্ষাখাতে যে পরিমাণ বরাদ্দ হয়েছে তা অতীতে আর কখনও হয়নি। ’

ডা. দীপু মনি বলেন, ‘কোথাও কোনো ঝুঁকিপূর্ণ ভবনে যেন শিক্ষা দেওয়া না হয়। সেটি হলে এর দায় আমাদেরই নিতে হবে। প্রত্যেকটি জীবন মূল্যবান। আমাদের কারো অবহেলায় যাতে কারো কোনো ক্ষতি না হয়। ’

তিনি বলেন, ‘তথ্য পেলে আমরা বুঝতে পারবো কোথায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি, কোথায় জরুরি ভিত্তিতে কাজ করতে হবে, সেভাবে আমরা কাজ করবো। যে প্রতিষ্ঠান আমাদের কাছে আগে এসে পৌঁছাতে পারবে তার আবেদন নিয়ে তারা আগে পেয়ে যাবে সেটি তো ফেয়ার হবে না। আমরা ফেয়ারনেস দেখতে চাই। ’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, ‘সরকারের বাইরে আমরা সংগঠনের মানুষ। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেখা না হলে ভালো লাগে না। বঙ্গবন্ধু কন্যা আমাদের দুইজনের উপর আস্থা রেখেছেন তার পরিপূর্ণ মর্যাদা দিতে চাই। ’

তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে এটা স্বাভাবিক। এটা আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের অনেক সমস্যা ছিল, উত্তরণ করেছি। ’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা যেন অনৈতিক কোনো কিছুকে প্রশ্রয় না দিই। আমাদের কাছে ভর্তির ব্যাপারে তদবির আসে। সেক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকি। যে মেধায় আসছে না, যে চান্স পাবার কথা না তাকে যদি আমাদের অবস্থান কাজে লাগিয়ে ভর্তি করিয়ে দিই এবং যে চান্স পাবার কথা সে যদি বঞ্চিত হয় তাহলে সেখানে কত বড় অন্যায় হয় ভেবে দেখুন। ’

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা ও পরামর্শ চান মন্ত্রী।

বক্তব্য দেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ছবি: উজ্জ্বর ধরঅনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘শিক্ষাখাতে আমাদের উন্নয়ন হয়েছে। আমাদের অর্জনগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। সরকারিখাত, বেসরকারিখাত সার্বিক সমন্বয়ে  আমাদের এগিয়ে যেতে হবে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। বঙ্গবন্ধুর আদর্শে আমরা কাজ করি। আমাদের দলে সম্পৃক্ততা কখনও শিক্ষাখাতকে পিছিয়ে নিবেনা, বরং জনসাধারণের দাবি, আকাঙ্ক্ষাগুলো সরকারের কাছে তুলে ধরতে আমাদের দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা পজিটিভ কাজ করবে। ’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।