ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম: আগের ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, পালি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র প্লাটন চাকমা ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদি হাসান।

সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/bg-cu-c20190122200353.jpg" style="margin-bottom:1px; margin-top:1px; width:100%" />বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বাংলানিউজকে বলেন, সোমবার (২১ জানুয়ারি) শাটল ট্রেনে ছাত্রলীগের এক পক্ষের কর্মীকে মারধরের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাকর্মীরা বসে বিষয়টি মিমাংসা করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, বর্তমানে ক্যাম্পাস শান্ত আছে। যে কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়:১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।