ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে দেড় কোটি টাকার ২টি চালান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বন্দরে দেড় কোটি টাকার ২টি চালান আটক শুল্ক গোয়েন্দার হাতে আটক ঘোষণার বাইরে আমদানি করা পণ্য

চট্টগ্রাম: ঘোষণার বাইরে পণ্য আমদানি করায় বন্দরে ২টি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এর মধ্যে একটি চালানের মূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা, অপরটির মূল্য ৭৫ লাখ টাকা।

সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে চালান দুইটির (সি-৫৭৭৭ ও সি-৫৭৯০) খালাস সাময়িক স্থগিত করে।

ময়মনসিংহের ভালুকার হবির বাড়ি সিড স্টোর এলাকার (হোল্ডিং নম্বর-৬৬৮) সুপ্তি সোয়েটার লিমিটেডের নামে আমদানি করা চালানগুলো খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের তাহের চেম্বারের সিঅ্যান্ডএফ এজেন্ট বিনিময় শিপিং লাইন্স।

নিশ্চিত তথ্য থাকায় শুল্ক গোয়েন্দা অধিদফতর চালান দুইটির কায়িক পরীক্ষা সম্পন্ন করে।     

যাতে ২৯ হাজার ৯৯৮ কেজি ১০০ শতাংশ পলি নিট ফ্লিচ ফেব্রিকের বদলে সমপরিমাণ লুপড পাইল ফেব্রিক পাওয়া যায়।

যার শুল্কায়ন যোগ্য মূল্য দাঁড়ায় ১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা। জরিমানা ছাড়া শুল্ককর আসে ৭০ লাখ ৮৭ হাজার টাকা।  

চালান দুইটির ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রতিবেদন কাস্টম হাউস কমিশনারের কাছে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad