ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুকে ‘রাষ্ট্রবিরোধী’ পোস্ট, মহিলা দলের নেত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ফেসবুকে ‘রাষ্ট্রবিরোধী’ পোস্ট, মহিলা দলের নেত্রী আটক

চট্টগ্রাম: ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর ও উসকানীমূলক পোস্টসহ রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে মাহফুজা আক্তার লিটা নামে মহিলা দলের এক নেত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহফুজা আক্তার লিটা নগর মহিলা দলের প্রচার সম্পাদক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, 'ফেসবুকে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মাহফুজা আক্তার লিটাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলাও রয়েছে।

'


বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।