ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেহুন্দি-পেকুয়া জাল ব্যবহার, ৩ জেলেকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বেহুন্দি-পেকুয়া জাল ব্যবহার, ৩ জেলেকে জরিমানা জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সাগরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি ও পেকুয়া জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জানুয়ারি) নগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে পারকি বিচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মোরশেদ (৩২), আব্দুস সবুর (২৬) এবং শাহাদাত হোসেনকে (৩০) ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলানিউজকে জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০, সংশোধনী ১৯৮৫ ও ১৯৯৫ অনুযায়ী সাগর, নদ-নদী, মোহনা এবং উপকূলীয় এলাকায় বেহুন্দি ও পেকুয়া জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ নিদের্শনা অমান্য করে বেহুন্দি ও পেকুয়া জাল দিয়ে মাছ ধরছিলেন ৩ জেলে।

তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে প্রায় ৬ হাজার মিটার বেহুন্দি ও পেকুয়া জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।