ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিনামূল্যের বই বাজারে, বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বিনামূল্যের বই বাজারে, বিক্রেতা গ্রেফতার গ্রেফতার স্নেহাশীষ তালুকদার জুয়েল

চট্টগ্রাম: শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের বইসহ স্নেহাশীষ তালুকদার জুয়েল (২৮) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন শ্রেণির মোট ২৮৩টি বই উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) ভোরে নগরের আন্দরকিল্লা ‘প্রকাশ বিচিত্রা’ নামে একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে স্নেহাশীষ তালুকদার জুয়েলকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান।

স্নেহাশীষ তালুকদার জুয়েলের কাছ থেকে বিভিন্ন শ্রেণির মোট ২৮৩টি বই উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মো. ইলিয়াছ খান বাংলানিউজকে বলেন, ‘বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর কাছ থেকে বই সংগ্রহ করে দোকানে বিক্রি করেন স্নেহাশীষ তালুকদার জুয়েলসহ আরও কয়েকজন বিক্রেতা। অন্যদের গ্রেফতারেও অভিযান চলবে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষক ও কর্মচারীর মাধ্যমে এসব বই সংগ্রহ করা হয় তা বের করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।