ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নূরজাহান গ্রুপের চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, মারধর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
নূরজাহান গ্রুপের চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, মারধর

চট্টগ্রাম: খাতুনগঞ্জে নূরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ রতনকে অপহরণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে খাতুনগঞ্জে ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

জহির আহমদ রতন বাংলানিউজকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক থেকে বের হলে ৭-৮ যুবক আমাকে টেনে-হেঁচড়ে নেওয়ার চেষ্টা করে।

তারা আমাকে কিল-ঘুষি মারতে মারতে একপাশে নিয়ে যায়। স্থানীয় লোকজন জড়ো হলে তারা আমাকে ছেড়ে দেয়।
পরে পুলিশ খবর পেয়ে আমাকে উদ্ধার করে। ’

অপহরণের চেষ্টা করা যুবকদের মধ্যে আলম নামে একজনকে চিনতে পেরেছেন বলে জানান জহির আহমদ রতন।

এ ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘জহির আহমদকে মারধর করা হয়েছে। উনারা অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।