[x]
[x]
ঢাকা, বুধবার, ৭ ফাল্গুন ১৪২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-২০ ১০:৪৪:৪২ পিএম
সৌরভ কর ও তার ফেসবুক স্ট্যাটাস

সৌরভ কর ও তার ফেসবুক স্ট্যাটাস

চট্টগ্রাম: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে সৌরভ কর (১৯) নামে এক কলেজছাত্র।

রোববার (২০ জানুয়ারি) সকালে রাউজান উপজেলার চিকদাইর এলাকার রাধা মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সৌরভ কর ওই এলাকার কাজল করের ছেলে। তিনি হাটহাজারী কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, চিকদাইর এলাকার রাধা মহাজনের বাড়িতে সৌরভ কর নামে এক কলেজছাত্র পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।

ওসি কেপায়েত উল্লাহ জানান, শনিবার রাতে পড়াশুনার বিষয় নিয়ে সৌরভ করকে বকা দেয় তার মা। রোববার সকালে রুমের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।  

রোববার সকালে সৌরভ কর নিজের ফেসবুক ওয়ালে লিখেন- ‘সেই পুষ্পে এখনো সৌরভ ছড়ায়নি, হয়তো আর কখনো ছড়াবেও না। বিদায়।’ ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কয়েকঘণ্টা পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯ 
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache