ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেএসআরএম’র উদ্যোগে বিমানবন্দরে যাত্রী ছাউনি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
কেএসআরএম’র উদ্যোগে বিমানবন্দরে যাত্রী ছাউনি কেএসআরএম’র উদ্যোগে নির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করেন এবিএম সরওয়ার-ই-জামান

চট্টগ্রাম: কেএসআরএম লিমিটেডের উদ্যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মিত হয়েছে যাত্রী ছাউনি।

রোববার (২০ জানুয়ারি) এ যাত্রী ছাউনির উদ্বোধন করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সরওয়ার-ই-জামান।

এবিএম সরওয়ার-ই-জামান বলেন, কেএসআরএম সাধারণ মানুষের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করে যে সহায়তা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

জনহিতকর এ কাজের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কেএসআরএমের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি আগামীতেও কেএসআরএমের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএম লিমিটেডের মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক মিজানুল ইসলাম, সহকারী মহা-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) ওয়াহেদুর রহমান, বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (এসএটিও) হাসান জহির, কেএসআরএম লিমিটেডের ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) তাজ উদ্দীন, ব্রান্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজান-উল-হকসহ কর্মচারী কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।