ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ বক্তব্য দেন উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় নগরের জামাল খান সড়কের শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটে সমাবেশে বক্তব্য দেন উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেন।

তিনি বলেন, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার পাশাপাশি যে কোনও বিষয়ে পরামর্শ দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমে যুক্ত হলে কমিউনিটি পুলিশিং আরও বেগবান হবে বলে তিনি আশা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিএসবি) শাকিলা সোলতানা, কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।