ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট রানু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট রানু মনোনয়ন ফরম জমা দেন অ্যাডভোকেট রেহানা বেগম রানু

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের প্রার্থী অ্যাডভোকেট রেহানা বেগম রানু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি ফরম জমা দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে রাজপথে সরব ছিলেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে করেছেন আন্দোলন-সংগ্রাম।

২০০০ সাল থেকে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন রেহানা বেগম রানু।

তিন বছর পালন করেছেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্ব।

১৯৮৯ সালে আগ্রাবাদ মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের মধ্যদিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৯৪ সালে মহানগর মহিলা আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৮ সালে পেয়েছেন দলের মহানগর শাখার দপ্তর সম্পাদকের পদ। ২০০১-২০১৬ সাল পর্যন্ত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে। ডবলমুরিং থানা মহিলা লীগের সভাপতিও ছিলেন রানু। বর্তমানে তিনি যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য।

নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এজন্য ২০০৪ সালে যুক্তরাষ্ট্র তাকে আরলি রাইজিং লিডার অ্যাওয়ার্ড দেয়।

অ্যাডভোকেট রেহানা বেগম রানু বলেন, ওয়ান ইলেভেনের সময় প্রিয় নেত্রীকে মুক্ত করতে চট্টগ্রাম থেকে আন্দোলন গড়ে তুলেছিলাম। নেতা-কর্মীদের বাড়ি, পাড়া-মহল্লায় জনমত গঠন করেছি। জরুরি অবস্থার মধ্যে এসব করতে গিয়ে অনেক হুমকি-ধামকি, চোখ রাঙানি সহ্য করতে হয়েছে।

তিনি বলেন, আমি তৃণমূলের একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী। দল ও নেত্রীর দুঃসময়ে কাজ করেছি। ভবিষ্যতেও কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।