ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৬ কেজির বোয়ালটি সাড়ে ৪ ফুট লম্বা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
১৬ কেজির বোয়ালটি সাড়ে ৪ ফুট লম্বা ১৬ কেজির বোয়ালটি সাড়ে ৪ ফুট লম্বা

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি বাজারে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ উঠেছে। প্রতি কেজির দাম হাঁকা হয়েছে ৮০০ টাকা। দাম বেশি হলেও কৌতূহলী ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো।

শুক্রবার (১৮ জানুয়ারি) আনোয়ারা উপজেলার ইছামতী থেকে মাছটি সংগ্রহ করে বিক্রির জন্য আনেন চন্দন দাশ (৩২)।

তিনি বাংলানিউজকে বলেন, শীতকালে পুকুর, দীঘি, খাল, নদীর পানি শুকিয়ে যাওয়ায় প্রচুর বড় মাছ ধরা পড়ে।

এ মৌসুমের সবচেয়ে বড় বোয়াল মাছটি আজ বাজারে এসেছে। ১৬ কেজির বেশি ওজন।
সাড়ে ৪ ফুট লম্বা।

তিনি বলেন, চট্টগ্রামে বড় মাছের শৌখিন ক্রেতারা কাজীর দেউড়ি বাজারে ভিড় করেন বেশি। এখানে কাপ্তাই হ্রদের বড় বড় কাতলা, সাগরের লাক্ষা, পোয়া, কোরাল বিক্রি হয়। তবে মিঠাপানির বড় মাছের চাহিদা বরাবরই বেশি। কারণ এর স্বাদটাই অসাধারণ।

সর্বশেষ মাছটি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান চন্দন দাশ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।